২৫.০৩.২০১১, পরমাণু বিদ্যুৎ বিরোধী প্রচার আন্দোলনের উদ্যোগে কলকাতায় নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসের সামনে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আন্দোলনের উদ্যোগে এক প্রতিনিধি দল নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ায় পরমাণু বিদ্যুৎ বিরোধী স্মারক লিপি জমা দেন। ঘোষিত কর্মসূচির ফলে সকাল থেকেই মজুত ছিল প্রচুর পুলিশ। এই আন্দোলন দাবী করে-
- ভারতের পরমাণু-কর্মসূচির প্রসার পরিকল্পনা অবিলম্বে স্থগিত ঘোষণা করা হোক।
- অবিলম্বে জয়িতাপুর ও হরিপুরে প্রস্তাবিত পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাতিল করতে হবে।
- ২০১৫-এর মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হোক এ-দেশের সব পরমাণু বিদ্যুৎ কেন্দ্র।
- ২০১৫-এর মধ্যে 'অসামরিক দায় সংক্রান্ত নিউক্লিয় দুর্ঘটনা বিল'এ ক্ষতিপূরণের উর্দ্ধসীমা তুলে দেওয়া হোক।
- পরমাণু শক্তি ব্যবসার স্বার্থে ভারত-আমেরিকা পরমাণু চুক্তি ও অন্যান্য আন্তর্জাতিক চুক্তি বাতিল করতে হবে।
- খনি থেকে ইউরেনিয়াম উত্তোলন বন্ধ করা হোক।
- অবিলম্বে নিরাপদ ও পরিবেশ-বান্ধব উৎসগুলি বেশী মাত্রায় ব্যবহার করে শক্তি সমস্যার সমাধানে জোর দেওয়া হোক।
No comments:
Post a Comment