Trouble with Bangla Script viewing ?!

Bangla Font problem? click here to get unicode font support. http://www.omicronlab.com/avro-keyboard.html

aamra animation

Saturday, 22 February 2014

যাপনযুদ্ধে মেয়েরা


প্রকাশিত হল যাপনযুদ্ধে মেয়েরা
চার কলমচির কলমে ভিন্ন স্বাদের ১৬টি গল্প, হার্ডবোর্ড বাঁধাই, ১৫০ টাকা মাত্র

Friday, 21 February 2014

সারা কলকাতা চক্রাকার সাইকেল র্যালি


বন্ধু,

     আমরা আগামী ২৩ ফেব্রুয়ারি রবিবার সারা কলকাতা জুড়ে চক্রাকার একটি সাইকেল র‍্যালির আয়োজন  করছি, রাস্তা থাকবে যেখানে, সাইকেল চলবে সেখানে -এই স্লোগানকে সামনে রেখে। এই র‍্যালি-তে আপনাদের সার্বিক উপস্থিতি কামনা করছি। এই চিঠির সঙ্গে একটি প্রস্তাবিত রুট ম্যাপ দেওয়া হলো।

       

     আপনারা নিশ্চয়ই জানেন, সম্প্রতি রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, তারা কলকাতার রাস্তায় সাইকেল চালানোর পক্ষে। তথাপি একটি বেআইনি অর্ডারকে নিয়ে কলকাতা পুলিশ রাস্তায় রাস্তায় নো সাইক্লিং' হোর্ডিং ঝুলিয়ে রেখেছে। অথচ কলকাতায় বায়ুদূষণ ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে, হচ্ছে নানা ফুসফুসের রোগ। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কলকাতায় ফুসফুসের ক্যানসার মারাত্মকভাবে বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে এবং সামগ্রিকভাবে দূষণমুক্ত যান সাইকেল চালানোর সচেতনতা বাড়াতে, চওড়া রাস্তায় সাইকেল লেন-এর প্রয়োজনীয়তা তুলে ধরতে এই র‍্যালি।
     এই র‍্যালিতে আপনার/আপনাদের আংশিক/পূর্ণাঙ্গ উপস্থিতি কামনা করছি।
ধন্যবাদান্তে,



শমীক সরকার, রঘু জানা, অলোক দত্ত, শ্রীমান চক্রবর্তী, অমলেন্দু সরকার, জিতেন নন্দী, বিজন কাহালি, অনুপম দাস অধিকারী 

033-24147730 / 9477355084 / 9831695661 / 8013473747 / 9830881213 / 033-24913666 / 9433266282 / 8017954126