Trouble with Bangla Script viewing ?!
Bangla Font problem? click here to get unicode font support. http://www.omicronlab.com/avro-keyboard.html
aamra animation
Friday, 25 March 2011
মোমের আলোয় পরমাণু প্রতিবাদ / Candle Light Anti Nuke Protest
পরমাণু বিদ্যুৎ বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আজ ধর্মতলার মেট্রো চ্যানেলেও বিকেল বেলায় এক জমায়েতের আয়োজন করা হয়। এই জমায়েতে অংশগ্রহণ করেন বেশকিছু পথচলতি মানুষও। পরমাণু বিদ্যুতের কুফল ও ভয়াবহতা সম্বন্ধে বক্তাদের যুক্তিনির্ভর বক্তব্যে বেরিয়ে আসে নানা তথ্য। জানা যায় ভারতবর্ষের মোট বিদ্যুৎ উৎপাদনের মাত্র ৩% পরমাণু বিদ্যুৎ, এছাড়া আরো জানা গেলো একটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরী করতে যা ব্যায় করা হয় সেই পরিমান ব্যায়ে ৪টি জল বিদ্যুৎ বা তাপ বিদ্যুৎ প্রকল্প গড়া সম্ভব। এমনকি একটি প্রচলিত বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা পরমাণু বিদ্যুতের থেকে অনেক বেশী। শ্রোতাদের মধ্যে থেকেই প্রশ্ন তোলা হয় তাহলে কেন পুনরুৎপাদনযোগ্য বিদ্যুত ব্যবস্থাকে উৎসাহ দান না করে কেন্দ্র বা রাজ্য সরকার পরমাণু বিদ্যুৎ ব্যবস্থায় বেশী উৎসাহ দেখাচ্ছেন। এরপরে উপস্থিত সকলে মোমবাতি জ্বালিয়ে দেশের সবকটি পরমাণু কেন্দ্র বন্ধ করার পক্ষে এবং পরমাণু নীতির বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করেন।
25.03.2011 anupam
পরমাণু বিদ্যুৎ বিরোধী বিক্ষোভ Anti Nuke Agitation
২৫.০৩.২০১১, পরমাণু বিদ্যুৎ বিরোধী প্রচার আন্দোলনের উদ্যোগে কলকাতায় নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসের সামনে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আন্দোলনের উদ্যোগে এক প্রতিনিধি দল নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ায় পরমাণু বিদ্যুৎ বিরোধী স্মারক লিপি জমা দেন। ঘোষিত কর্মসূচির ফলে সকাল থেকেই মজুত ছিল প্রচুর পুলিশ। এই আন্দোলন দাবী করে-
- ভারতের পরমাণু-কর্মসূচির প্রসার পরিকল্পনা অবিলম্বে স্থগিত ঘোষণা করা হোক।
- অবিলম্বে জয়িতাপুর ও হরিপুরে প্রস্তাবিত পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাতিল করতে হবে।
- ২০১৫-এর মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হোক এ-দেশের সব পরমাণু বিদ্যুৎ কেন্দ্র।
- ২০১৫-এর মধ্যে 'অসামরিক দায় সংক্রান্ত নিউক্লিয় দুর্ঘটনা বিল'এ ক্ষতিপূরণের উর্দ্ধসীমা তুলে দেওয়া হোক।
- পরমাণু শক্তি ব্যবসার স্বার্থে ভারত-আমেরিকা পরমাণু চুক্তি ও অন্যান্য আন্তর্জাতিক চুক্তি বাতিল করতে হবে।
- খনি থেকে ইউরেনিয়াম উত্তোলন বন্ধ করা হোক।
- অবিলম্বে নিরাপদ ও পরিবেশ-বান্ধব উৎসগুলি বেশী মাত্রায় ব্যবহার করে শক্তি সমস্যার সমাধানে জোর দেওয়া হোক।
Subscribe to:
Posts (Atom)