পরমাণু বিদ্যুৎ বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আজ ধর্মতলার মেট্রো চ্যানেলেও বিকেল বেলায় এক জমায়েতের আয়োজন করা হয়। এই জমায়েতে অংশগ্রহণ করেন বেশকিছু পথচলতি মানুষও। পরমাণু বিদ্যুতের কুফল ও ভয়াবহতা সম্বন্ধে বক্তাদের যুক্তিনির্ভর বক্তব্যে বেরিয়ে আসে নানা তথ্য। জানা যায় ভারতবর্ষের মোট বিদ্যুৎ উৎপাদনের মাত্র ৩% পরমাণু বিদ্যুৎ, এছাড়া আরো জানা গেলো একটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরী করতে যা ব্যায় করা হয় সেই পরিমান ব্যায়ে ৪টি জল বিদ্যুৎ বা তাপ বিদ্যুৎ প্রকল্প গড়া সম্ভব। এমনকি একটি প্রচলিত বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা পরমাণু বিদ্যুতের থেকে অনেক বেশী। শ্রোতাদের মধ্যে থেকেই প্রশ্ন তোলা হয় তাহলে কেন পুনরুৎপাদনযোগ্য বিদ্যুত ব্যবস্থাকে উৎসাহ দান না করে কেন্দ্র বা রাজ্য সরকার পরমাণু বিদ্যুৎ ব্যবস্থায় বেশী উৎসাহ দেখাচ্ছেন। এরপরে উপস্থিত সকলে মোমবাতি জ্বালিয়ে দেশের সবকটি পরমাণু কেন্দ্র বন্ধ করার পক্ষে এবং পরমাণু নীতির বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করেন।
25.03.2011 anupam
No comments:
Post a Comment