Trouble with Bangla Script viewing ?!

Bangla Font problem? click here to get unicode font support. http://www.omicronlab.com/avro-keyboard.html

aamra animation

Thursday, 29 August 2013

Davolkar's Assassination is Gods Grace as said by Sanatan Prabhat


সত্যতা যাচাই করতে এই ফেসবুক ও ওয়েবসাইট লিঙ্ক দুটি দেখতে পারেন 

https://www.facebook.com/jayant.athavale

http://www.sanatan.org/en/ 

মনে হতে পারে কেন এই বিষয়টিকে এত গুরুত্ত্ব দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আরও একবার মনে করিয়ে দিতে চাইব ধর্মীয় কুসংস্কারের অত্যাচারে পোলবার ক্ষতিগ্রস্ত পরিবারটির কথা, যা আগের পোষ্টগুলিতে উল্লেখিত ।

Tuesday, 27 August 2013

Witch Hunt at Polba Report Placed to West Bengal Human Rights Commission.


   বন্ধুরা,আপনারা যারা এর আগেও হুগলি জেলার পোলবায় ঘটে যাওয়া ডাইনি সন্দেহে অত্যাচার বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন এবং গত ১৭/০৮/২০১৩ তারিখে কলেজষ্ট্রীটে এই বিষয়ক সভায় উপস্থিত থেকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিলেন তাদের উদ্দেশ্যে পরবর্তী অবস্থার চিত্র তুলে ধরছি।

   আমরা এক সচেতন প্রয়াস, হেতুবাদী এবং আরও কিছু ব্যক্তি মানুষের সহযোগিতায় শ্রী গোপাল মুর্মুর সাথে বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) এর যোগাযোগ ঘটানো সম্ভব হয়। এর পরেই মাসুম-এর বন্ধুরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ত্বের সাথে বিবেচনা করে পশ্চিমবঙ্গ মানবাধিকার সুরক্ষা কমিশনে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানান এবং ব্যাবস্থা নিতে অনুরোধ করেন সেই অভিযোগ পত্রের বিস্তৃত অংশ আপনাদের অবগতির জন্য তুলে ধরছি



26 August 2013

To
The Chairman
West Bengal Human Rights Commission
Bhabani Bhaban
Alipur
Kokata – 27

Respected Sir,
I want to draw your kind attention on an incident of blaming a family of Schedule Tribe; Santhal community, as involved in witchcraft and subsequently throwing them out of their dwellings, looting of all belongings and gruesome violence over the women of the family with sexual advances. The police not taken appropriate actions, even registered an FIR where put the date of information from victim family wrong and till date not relocated them to their own dwelling, in the meantime all of their belongings were usurped by the errant.  The family of Mr. Gopal Murmu was defamed as the family of Witch by a section of villagers from the Hindu General Caste and a handful of from Schedule Tribe Community with ulterior intention. Our fact finding report provides the details of the whole incident.

On the date of incident; 20th June at about 11 pm, the under mentioned persons trespassed into victim’s house. The alleged them as Witch and started to assault them with all brutality, while the victim family tried to protest against their false allegations. The perpetrators molested and brutally assault the victim’s daughter named Ms. Sajani Hasada after alleging her as witch. They were forcibly taken to one of the perpetrators house and asked to make cure a child who was under some kind of psychological ailment at that time. The perpetrators evicted the victims from their own house. The victim lodged a written complaint before the Officer-In-Charge of Polba Police Station on 21.06.2013. On next day the Officer-in-Charge of the said police station asked the victim to mutually solve the issue instead of doing any investigation over the incident.

The complaint before the police dated 21.6.2013 was totally ignored and while the Polba Police registered a FIR on 5.7.2012 (Polba Police Station Case No. 55/2013 dated 05.07.2013 under sections 147/149/148/223/354/427/379/504/506) of Indian Penal Code they describe the date of information only on the said date, which was suppression of fact on their part. It was further revealed that the complaint shown with the FIR was tutored by the police station to make it mild.  The Polba Police purposefully ignored the appropriate sections of Schedule Caste and Schedule Tribe (Prevention of Atrocities) Act 1989, while putting the sections of offence. The victim Mr. Gopal Murmu lodged a written complaint before the Block Development Officer informing the whole incident of physical torture and allegations as Witch upon them by the perpetrators on 25.06.2013.  On 09.07.2013, Mr. Gopal Murmu lodged a similar complaint before the Sub-Divisional Police Officer, the District Magistrate and the Superintendent of Police, Hooghly informing the whole incident of physical torture and false allegations upon them by the perpetrators. On 11.07.2013 the victim received a letter from the office of the Sub-Divisional Officer where the Sub-Divisional Officer directed the Officer-In-Charge; Polba Police Station vide Memo No- 1987/1(1)/S to cause an enquiry and take appropriate action in accordance with law. But the Officer-in-Charge failed to take any necessary action after getting the order from the office of Sub-Divisional Officer, till date and the victim family is still waiting to return at their own house. On 05.08.2013 the victim received a letter from West Bengal Human Rights Commission where the Registrar of that said commission directed Superintendent of police, Hooghly vide case No- 266/8/13-14/OC/351 to cause an enquiry and take appropriate action and submitted the report to him within three weeks. But till date no such action has been taken.

Hence we seek your urgent intervention and appending a detail of the incident herewith: -

 The incident must be investigated by an agency apart from Polba Police Station

The victim family must be resettled at their own house and district and police administration must be directed to ensure their full safety and security

The proper charges of  Schedule Caste and Schedule Tribe (Prevention of Atrocities) Act 1989 and of Indian Penal Code must be included in FIR

The victim family must be duly compensated for their financial as well as social loss

The perpetrators must be arrested without any procedural delay and involvement of Polba Police with the errant must be investigated

Sincerely Yours


(Kirity Roy)
Secretary- MASUM

Name of the victim: - 1) Mr. Gopal Murmu, son of- Late Chunu Murmu, aged about- 55 years 2) Ms. Sajani Hasada, daughter of Mr. Gopal Murmu, aged about- 22 years 3) Ms. Hashi Hasda, Niece of- Mr. Gopal Murmu all belong to Schedule Tribe community (Santhal), and residing at Village- Rahimpur, Post Office- Mahanadh, Police Station- Polba, District- Hooghly, West Bengal, India.

Name of the perpetrators: - 1) the police personnel of Polba Police Station. 2) Mr. Kartick Roy, son of- Mr. Shaktipada Roy 3) Shibnath Patra, son of- Mr. Bhairab Patra 4) Mr. Mithun Biswas, son of- Mr. Hare Krishna Biswas 5) Mr. Rajkumar Baidya, son of- Mr. Dulal Baidya 6) Mr. Dulal Sarkar. Son of- Mr. Kanai Sarkar 7) Mr. Ruidas Sarkar, son of- Mr. Hazari Sarkar 8) Mr. Bhodar Bera, son of – Mr. Nemai Bera 9) Mr. Ananta Mallick, son of- Mr. Kanai Mallick 10) Mr. Swapan Biswas, son of- Mr. Hare Krishna Biswas 11) Mr. Anil Roy, son of- Mr. Budo Roy (all FIR named accused number 2 to 11) and others of Dakshinpara, Post Office- Mahanadh, Police Station- Polba, District- Hooghly, West Bengal, India.

Time and place of incident: - On 20.06.2013 at about 11 pm and so on

Place of occurrence: - In the dwelling of the victims.

Case details: -
It is revealed during fact finding that Mr. Gopal Murmu and his family members are belonging to the Schedule Tribe (Santhal) Community. On 20th June 2013 the victim and his family were inhumanly tortured by the caste Hindus and few people of his own community with ulterior motives after blaming them as ‘Witch’. In this regard it must be mentioned here that the family was on and often faced the situation of social and community level isolation, 26 years ago i.e. in the year of 1987, the victim and his family members were branded as Witch. On 18th July 1987, Late Bidhu Murmu; the mother of Mr. Gopal Murmu, aged about 75 years at that time was branded as ‘Witch’ and demand was made for Rs. 10000. Subsequently all family members of Mr. Gopal Murmu were thrown away from their own house by the village heads of the said village while they failed to pay that amount.

The recent incident was follow up of the event which started in the year of 2007, when Mr. Rajkabi Murmu tried to make a club in front of the house of Mr. Gopal Murmu and tried to include the victim’s land to the club. The victim informed that whole incident to Mr. Nokul Soren, the then Prodhan (Head) of gram panchayet (local self government) and he interfered to that issue and successfully solved that issue for time being. The conspiracy was hatched against the victim family at that time only. In the year of 2012, a section of villagers termed Mr. Gopal Murmu’s elder daughter ; Ms. Rina Mandi, the wife of Mr. Sanatan Mandi as ‘Witch’ and that time also the whole matter was mutually solved by the victims’ family and the involved villagers.

On 20.05.2013 at about 11pm the above mentioned perpetrators and other 50/60 involved people of Dakshinpara village suddenly attacked to the victims’ house and told the family that the existence of the ‘Witch’ ‘Dain’ with his family and that with had an involvement with the ill-health of Mr. Rajiv Baidya, son of Mr. Rajkumar Baidya. They broke the glass pane of all windows of the victims’ house. They verbally abused them with filthy languages and criminally trespassed into their house after breaking the gate of the victims’ house and started to assault them by wooden sticks. Mr. Gopal Murmu was seriously injured due to that brutal torture by the perpetrators. The perpetrators damaged all house-hold articles took away Rs. 80,000/- cash and silver ornaments after breaking the ‘Almirah’. The perpetrators unclothed Ms. Sajani Hasada, daughter of Mr. Gopal Murmu and molest her during this savage act they forcibly pulled inner apparels from her body and dragged her by the road for 1 km. Ms. Purnima Murmu; daughter in law of Mr. Gopal Murmu tried to hide under the cot with her 10 months old baby but the perpetrators not even spared her and her baby. The baby received serious head injury due to the said physical aggression. The perpetrators brutally assaulted and injured Mr. Bishnudeb Murmu, the youngest son of Mr. Gopal Murmu while he tried to protect her from the hand of the perpetrators. The wife of the victim was also brutally tortured in the hands of the perpetrators. The perpetrators dragged and took the Mr. Gopal Murmu and other family members to the house of Mr. Rajkumar Baidya at Dakhinpara village and there they came to notice that an ‘Ojha’ was present beside a baby of 8 yrs old named Master Rajiv Baidya, the son of Mr. Rajkumar Baidya. The ‘Ojha’; Mr. Mongal Murmu passed an order by stating that Ms. Sajani Hasda; the daughter of Mr. Gopal Murmu as a witch and she is responsible for the ill-health of that child. She tried to protest against his false allegations by stating that how would it be possible and advised them to medically treat the baby. But the perpetrators refused to hear her words and brutally assaulted her. Meanwhile Mr. Govinda Murmu, the elder son of the victim who was in Chennai for his job came to know about the whole incident and he made a call to Polba Police Station and requested to the police personnel of the said police station to protect his family members from the hands of the perpetrators. Mr. Dilip Hasda, the brother-in-law of the victim and Mr. Bishnudeb Murmu successfully escaped from the house of Mr. Rajkumar Baidhya and came in to the said police station to request the police personnel to protect their family members from the hand of the perpetrators. On the date of incident at 11.05pm, Ms. Sajani Hasda made a phone call to Polba police station to inform when the perpetrators broke the gate of the house of the victim, but the police personnel did not receive that call. On the same day at 00.10 hours, the police personnel of that said police station came to Dakhinpara village and rescued the victim and his family members from the hand of the perpetrators at about 00.40 hours. The victim and his family members afterwards took shelter to that said police station after police provided them first aid at Polba Block Primary Health Centre.

On 21.05.2013 Mr. Gopal Murmu lodged a written complaint before the Officer-In-Charge of Polba Police Station informing the whole incident of physical torture and false allegations made against them, the said complaint was diarised as General Diary No. 1155 dated 21.06.2013, but no FIR has been registered.

On 22.06.2013 at about 6 pm, 150 caste Hindu villagers came to Polba police station and met the Officer-in-Charge of the said police station and convinced him for withdrawal of complaint and a settlement, the said Officer in Charge in return asked the victim to accept their proposal. While the victim shown his reluctance; the said Officer-in-Charge suggested for another date for mutual settlement.

On 25.06.2013 the victim lodged a written complaint before the Block Development Officer, Polba Dadpur Block informing the whole incident of physical torture and false allegations upon him and his family by the above mentioned perpetrators. But the said authority failed to give proper to the victim and his family members.

The police personnel lodged a First Information Report vide Polba Police Station Case No. 55/2013 dated 05.07.2013 under sections 147/149/148/223/354/427/379/504/506 of Indian Penal Code against the above mentioned perpetrators after 14 days of that incident over an obtained and doctored complaint from the victim; Mr. Gopal Murmu. The police personnel also made a seizure list mentioning that the victim reclaimed three cycles, 15 packages of paddy and 70 packages of sunflower’s seeds.

On 09.07.2013 Mr. Gopal Murmu lodged a written complaint before the Sub-Divisional Police Officer, the District Magistrate and the Superintendent of Police, Hooghly informing the whole incident of physical torture.

On 11.07.2013 the victim received a letter from the officer of Sub-Divisional Officer where the Sub-Divisional Officer directed the Officer-In-Charge, Polba Police Station vide Memo No- 1987/1(1)/S to cause an enquiry and take appropriate action in accordance to law.

On 05.08.2013 the victim received a letter from West Bengal Human Rights Commission where the Registrar directed Superintendent of Police, Hooghly vide case No- 266/8/13-14/OC/351 to cause an enquiry and take appropriate action and submitted the report to him within three weeks. Till date the family members of Mr. Murmu are in continuous threat.

  Mr. Gopal Murmu after assault 


Mr. Gopal Murmu, His son and relative at MASUM office



Polba PS received complaint on 21.06.2013 & diarised as GDE No. 1155 



 Polba PS registered the FIR on 5 July 2013, ignoring complaint dated 21 June



--
Kirity Roy
Secretary
Banglar Manabadhikar Suraksha Mancha
(MASUM)
&
National Convenor (PACTI)
Programme Against Custodial Torture & Impunity
40A, Barabagan Lane (4th Floor)
Balaji Place
Shibtala
Srirampur
Hooghly
PIN- 712203
Tele-Fax - +91-33-26220843
Phone- +91-33-26220844 / 0845
e. mail : kirityroy@gmail.com
Web: www.masum.org.in


আপনাদের অবগতির জন্য আরও জানাই এই বিষয়ে আরও কিছু অগ্রগতি সম্ভব হয়েছে এবং হচ্ছে আগামি দিনে আপনাদের কাছে সম্পূর্ণ রুপে তার বিবরন পেশ করব

ধন্যবাদান্তে,

আমরা এক সচেতন প্রয়াসের পক্ষে
অনুপম দাস অধিকারী 

Leaflet of Agitation against Assassination of Narendra Davolkar.

২৬/০৮/২০১৩ তারিখে কুসংস্কারবিরোধী আন্দোলনকর্মী নরেন্দ্র দাভোলকরের হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে পশ্চিমবঙ্গে কুসংস্কার ও তুকতাক নিষিদ্ধকরণ আইন চালু করার দাবিতে বিক্ষোভ সমাবেশের প্রচারপত্র.



Friday, 23 August 2013


কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিক্ষোভ সমাবেশে আপনার সহযোগ সমাজের ভবিষ্যৎকে সুদৃঢ় করবে।

Anti Superstition Campaign & Protest against Narendra Davolkar's Assasination in Kolkata Schedule




Dear Friends,
 
Now we all are informed that prominent anti-superstition worker, Narendra Dabholkar (Pune, Maharastra) was assassinated on 20 August 2013. On protest of this brutal murder we from different Little Magazines, Rationalist Groups and other o
rganisations are going to start 'Agitation' for coming days. After the initial telephoning, e-mailing, social-sight activities we determined some schedules, like this-
 
Preparatory Meeting- 24 August'13, Saturday, 4 p.m; College Square, Kolkata

Agitation Programme-24 August'13, Saturday, 5 p.m; In front of Star Theater, Hatibagan, Kolkata.

Agitation and Exhibiting Dabholkar's work- 26 August'13, Monday, 4 p.m; College Square. Kolkata

Meeting for next Programme- 28 August'13, Wednessday, 4 p.m; 18 Surya Sen Street (South of College Sq. Swimming pool,
Kolkata 3rd Floor), Kolkata

Like our last programmes on Shahabag Movement, Anti-violence Agitation on Kamduni, Gede and Polba Witch-hunt, your presence and suggestions are highly required. 
 
Thanks and Regards

For
AAMRA EK SACHETAN PRAYAS

Sunday, 18 August 2013

‘ডাইনি’-র খোঁজে আমরা...


ডাইনি-র খোঁজে
                         -শুভ প্রতিম

সজনী হাঁসদাকে প্রথম দেখি তার দিদির সাথে, আমাদের নিতে এসেছিলেন ব্যান্ডেল থেকে পোলবা যাবার তেমাথার মোড়ে। তার নিকষ কালো চোখের তারা যেন বলতে চাইছিল অনেক কিছু, তখনই। ব্যান্ডেল রেল কলোনির একটি কোয়ার্টারে তাঁদের আপাত নিবাস, অনিশ্চিত, আতঙ্কিত জীবন যাপন কবে কখন তারা আবার বাড়ি ফিরবে জানা নেই। জানা নেই আদৌ ফেরা যাবে কিনা। যদিও তার আভাষ আমরা পেয়েছিলাম পোলবা থানায়, যখন ও সি অসিত দাস জানান তদন্ত কতদূর বা কেন কেউ এখনও গ্রেপ্তার হল না সেসব বলা যাবে না।

আমরা এক সচেতন প্রয়াস-এর পক্ষ থেকে গত ১২ জুলাই ২০১৩ আমরা হুগলী জেলার পোলবা থানার একটি গ্রামে কথিত ডাইনির খোঁজে যাত্রা শুরু করি। কয়েক পর্যায়ে চলে সেই তথ্যায়ণ, জানগুরু-ডাইনি- গ্রামের মানুষ, কথা হয় অনেকের সাথে। দ্বিতীয় পর্যায়ে আমাদের যাওয়া গত ১৮ জুলাই। যারা এই প্রয়াসে যুক্ত হন তারা হলেন- সাধন বিশ্বাস, অনুপম দাস অধিকারি, ফারুক উল ইসলাম, অলক দত্ত, উদায়াদিত্য ভট্টাচার্য, শুভপ্রতিম রায়চৌধুরী। এখানে আমাদের প্রথম পর্বের বর্ণনা রাখা হল। 

 সজনী থাকেন পোলবা থানার একটি গ্রামে, গ্রামের নাম রহীমপুর, গ্রাম পঞ্চায়েত মহানাদ। রহীমপুরে তার বাবার বাড়ি। তার বয়ানে যা জানা গেল- ২০ জুন রাত্রি ১১ টা, খাওয়া দাওয়া করে সকলে শুয়ে পড়েছি তখন। বাবা (গোপাল মুরমু) একটু লেটে শুতে যায় টিভি দেখে। সেদিনও তাই, টিভি বন্ধ করে যখন বাথরুমে যাবেন দেখেন বাইরে কয়েকজন ঘোরাফেরা করছে।  বাবা জানতে চান এত রাত্রে এখানে কি করছ? তারা বলে পুকুরে মাছ দেখছি। রাত্রি সাড়ে এগারোটা নাগাদ একদল লোক দরজা ধাক্কা দেয়, বলে এখানে পুজো-আচ্চা হচ্ছে। অথচ আমরা তখন শুয়ে পড়েছি। ওরা সবাই এসেছিল দক্ষিণ পাড়া থেকে। দরজা ভেঙ্গে যারা ঢোকে তারা কেউ সাঁওতাল নয়। সবাই বাঙ্গালি, জাতিতে জেলে, বাগদি, বাঙাল। যদিও সাঁওতালদের সমর্থন না থাকলে এ ঘটনা হয় না। ওরা প্রায় ৩০-৩৫ জন হবে, চিৎকার করে বলতে থাকে, একটা বাচ্চা ছেলেকে ডাইনীবিদ্যায় আসুস্থ করে রেখেছিস, ওখানে চল। আমার বাবা বাধা দিতে গেলে, তাকে সজোরে আঘাত করে, বাবার মাথা ফেটে যায়। ভয়ে আমার বৌদি তার ১০ মাসের বাচ্চাকে নিয়ে খাটের তলায় ঢুকে পড়ে, ওরা ওইটুকু বাচ্চাকেও রেহাই দেয়নি। (পোলবা থানার অদূরে যে আত্মীয়ের বাড়িতে গোপাল মুরমু পরিবার নিয়ে বর্তমানে থাকেন, সেখানে আহত শিশুটিকে আমরা দেখি, দেখি রক্তাক্ত গোপাল মুরমুর ছবি)
 
  গোপাল বাবু কাজ করেন কলকাতা কর্পোরেশনে, গ্রুপ ফোর স্টাফ। আমরা তার সাথে কথা বলি কলকাতায়। তিনি বলেন, বছর কুড়ি আগের কথা, গ্রামে তখন রামদাস মুরমু ছিল মোড়ল, আমার বুড়ি মাকে ওরা ডাইনি বলল। জরিমানা ধার্য হল দশ হাজার টাকা। আমরা তখন খুব গরীব, জরিমানা দেবার ক্ষমতা কোথায়। এই অপবাদের কয়েকদিন পরে আমার মা সারা গ্রামের এই ডাইনি বুড়ি শুনতে শুনতে মনকষ্টে মারা যান। জরিমানা দিতে না পারায় আমাদের গ্রামের বাইরে বের করা হল, তখন থেকে আমরা মোড়লের শাসনের বাইরে। বছর আটেক আগে আমাদের পাড়ার কয়েকজন (নিখিল সরেন, বৈদ্যনাথ মুরমু, নির্মল সরেন) হটাৎ আমাদের কিছু না জানিয়ে আমাদের বাড়ির অদূরে ক্লাব তৈরি করতে শুরু করে। আমার জমির কিছু অংশ তাতে ঢোকানো হয়। ক্লাব-এর নাম রহীমপুর গাঁতে গাওতা। বাধা দিই আমি, দরখাস্ত করি তখনকার প্রধানের কাছে, শেষে তাঁর হস্তক্ষেপে ক্লাব তৈরি বন্ধ থাকে। সাঁওতাল সমাজের কাছে আমরা এমনিতেই সমাজচ্যুত, এ ঘটনার পরে আমরা আরও একঘরে হয়ে যাই। ইতি মধ্যে আমি চাকরি পাওয়াতে সচ্ছলতা আসে সংসারে। কিছু ধান জমি কিনি। বিভিন্ন সময়ে আদিবাসি সমাজের কুপ্রথার বিরুদ্ধেও বলতে থাকি, এই প্রথা আমার মাকে কেড়ে নিয়েছে। ওদের রাগ বাড়তে থাকে। রাজকবি মুরমু বিত্তবান লোক, তার নজরে আমার সম্পত্তি। শাসক দলের ঘনিষ্ঠ হওয়াতে অসীম ক্ষমতাধর। সমাজের বর্তমান মোড়ল লক্ষণ মুরমুরও বিষ নজরে আমার পরিবার। 

ঘটনার দিন রাত্রে গোপাল মুর্মুর বড় ছেলে গোবিন্দ বাড়িতে ছিলেন না, কর্মসূত্রে চেন্নাই-এ ছিলেন। স্ত্রীর ফোনে সব জানতে পেরে তিনিই প্রথম চেন্নাই থেকে পোলবা থানায় ফোন করেন। পোলবার সিঙ্গি পাড়ায় আত্মীয়, গুরুচরণ হেম্ব্রমের বাড়িতে আশ্রয় নিয়েছেন তাঁরা। ঘটনার পর থেকে গোবিন্দ ফিরে এসেছেন, আছেন পরিবারের সাথে। তিনি বলেন, আমি ফোন করা স্বত্বেও পুলিশ সঙ্গে সঙ্গে রওনা দেয়নি, তারা পৌঁছয় যখন, ততক্ষণে ওরা সজনীকে উঠিয়ে নিয়ে গেছে। সজনীর স্বামী কোনক্রমে পালিয়ে গিয়ে খবর দেয় পুলিশকে। ঘটনার পরদিন (২১ জুন ২০১৩) একটি সাধারণ ডায়রি করা হয়, যাতে ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা থাকে। ইতিমধ্যে কয়েকটি বড় মিডিয়াতে আমাদের ঘটনাটি খবর হয়।৫ জুলাই ২০১৩ তারিখে রাত্রি ১১টায় পোলবা থানার বড় বাবু, আসিত দাস ডাক দেন, বলেন এফ আই আর নেওয়া হবে। জায়গা কম বলে অভিযোগ সংক্ষিপ্ত করতে বলেন। ওত রাত্রে স্বাভাবিকভাবেই আমার বাবা খুব চাপে ছিলেন, বড়বাবুর কথামত যে এফ আই আর করা হয় তাতে আমাদের দাবি স্পষ্ট হয়না। 

সজনীকে প্রায় অর্ধনগ্ন করে রাজকুমার বৈদ্যর বাড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশ যখন তাকে উদ্ধার করে তখন তার পরনে ছিল ছেঁড়া কাপড়। সে রাত্রির কথা বলতে এখনও শিউরে ওঠেন সজনী। বলেন, আমার তুতো দিদি হাঁসি হাঁসদা আমাদের বাড়িতে ছিল, তাকেও চুলের মুঠি ধরে মাটিতে আছাড় মারে, ইট দিয়ে ডান পায়ের পাতায় সপাটে মারে। আমার বৌদি পূর্ণিমা মুরমুকে তার কোলে থাকা ১০ দিনের বাচ্চা সহ খাটের তলা থেকে হিড় হিড় করে টেনে আনে, বাচ্চাটাকেও রেহাই দেইনি ওরা। সজনী বলেন, সবাইকে ঠিক চিনতে পারিনি, তবে যে কজনকে চিনেছি তারা হল, কার্ত্তিক রায়, শিবনাথ পাত্র, স্বপন বিশ্বাস, মিঠুন বিশ্বাস, রাজকুমার বৈদ্য, দুলাল সারকার, রুইদাস সরকার, অনিল রায়, অনন্ত মালিক ইত্যাদি। ওরা আমাকে মারতে মারতে নিয়ে যায়। আমি বলি, আমার কি দোষ বল, ওরা কোন কথা শোনেনা। ৭-৮ বছরের বাচ্চা রাজীব বৈদ্য, তাকে দেখিনি কখনও, ওরা বলল, ওকে তুই অসুস্থ করে রেখেছিস, ভাল কর। আমি বলি, ডাক্তার দেখাও, শুনে ওরা আবার লাঠি তোলে। আমার বাবা বলে, আমার মেয়েকে মেরো না। আমি বলি, আমাদের জ্বালিয়ে মেরে ফেলো, আমাদের কিছু করার নেই। আমাদের সামনে এক রোজা (ওঝা) বসেছিল, নাম সম্ভবত মুঙ্গুল, শুনেছি খন্যানের ইটাচুনা কলেজের কাছে থাকে। সে বলে, বাচ্চাটা নাকি আমার নাম বলেছে। আমি বলি, তাই যদি হয়, তবে বলুক আমার বাড়ি কোথায়, কিরকম দেখতে আমার বাড়ি। কিছু বলেনা বাচ্চাটা। দেরিতে হলেও পুলিশ না পৌঁছলে যে কি হত জানিনা। মেরেই ফেলত আমাদের।

১২ জুলাই প্রথমে আমরা পোলবা থানায় যাই ঘটনার বিষয়ে জানতে, ও সি আসিত দাস তখন থানায় নেই, উপস্থিত অফিসার বড়বাবু ছাড়া কিছু বলা যাবেনা, একথা জানান। আমরা তাঁর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে বড়বাবুর সাথে ফোনে কথা বলি। তিনি বলেন, তদন্ত চলছে, এখনই কিছু বলা যাবে না। জানতে চাওয়া হয়, এখনও কাউকে গ্রেফতার করা হল না কেন? উনি বলেন, এ বিষয়েও কিছু বলা যাবে না। গোপাল মুর্মুর পরিবার এখন কোথায় তা জানতে চাইলে বলেন আমি জানিনা।

পরে আমরা গোপাল বাবু ও তাঁর ছেলে গোবিন্দর কাছে জানতে পারি, তাঁরা বড়বাবুকে বারংবার অনুরোধ করেছেন বাড়িতে ফেলে আসা ধান, চাল, খাদ্যদ্রব্য ফিরিয়ে আনার ব্যবস্থা করতে। আলমারি, ৫০ বস্তা ধান, নগদ টাকা লুঠ হয়েছে তাঁদের, ফিরে পেয়েছেন শুধু ১ বস্তা ধান। বড়বাবু উল্টে বলছেন, কাউকে গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়া কি আমাদের দায়িত্ব? এও বলেন, কেন আপনারা পুজো-আচ্চা করেন? মানে কিনা আমরা পুজো করেই বাচ্চাটাকে মেরে ফেলছিলাম। আমাদের বাড়িতে রাধা- কৃষ্ণ, শিব পুজো হয়, বলুন তা কি অপরাধ? উত্তর দিতে পারিনি আমরা। গ্রামে তাঁদের জমি, বাড়ির ওপর নজর আছে প্রতিবেশী সাঁওতাল বাঙালি সকলের। তাঁরা চলে আসার পর তাঁর বাড়িতে লেখা হয়েছে, গোপালের পরিবারকে আর কোনদিন গ্রামে ফিরতে দেওয়া হবে না। তার জমিতে চাষ করতে না দেবার ফতোয়া। পাড়ায় পাড়ায় গণ সাক্ষর নেবার পর্ব চলছে। সংখ্যায় কম হলেও কয়েক জন সই করতে চায়নি। তাদেরও গ্রাম থেকে তাড়ানোর হুমকি দেওয়া চলছে।




প্রশ্ন করেছিলাম গ্রামে কি ফিরতে চান আপনারা? অবরুদ্ধ কান্না আটকে উত্তর দেন সজনী, না, ওখানে ফিরলে বাঁচব না আমরা। ২০ বছর পরেও আমার ঠাকুমার ঘটনা ফিরে এসেছে আবার, এবার আমি। এর পর অন্য কেউ। আমার দিদির ছোট্ট মেয়েটা আমার বাবার কাছেই থাকত, ওখান থেকেই ইশকুলে যেত সে। হটাৎ রোগে ভুগে মারা যায় সে। গ্রামের কেউ আমাদের পাশে দাঁড়ায় না, শেষকৃত্য করতে আসেনা কেউ। ওই টুকু বাচ্চাকেও ওরা মায়া করেনি। আমরা আর ওখানে ফিরব না। দিনের পর দিন আমরা বাড়ি, জমি থেকে উৎখাত হয়ে রয়েছি অন্যের বাড়িতে। আপনারাই বলুন কোথায় যাব আমরা? 

এর উত্তর আমাদেরও জানা নেই।

Monday, 12 August 2013

CRITICISM by PRO RELIGIOUS ORGANISATIONS AGAINST DOCUMENT "SHAHBAG SHAHBAG"

 

Friends, after we showed our 1st response regarding document 'Shahbag Shahbag' to our critics, they mailed their views (religious) with some email instances from other renowned secular personalities like columnist Mr. Giasuddin. We are bound to make you know the status of this criticism. We think this will help us to understand how pro-religious organizations making wall against Secular movements in Bengal.


After we published our 1st post "Our Response" on 2nd August, a mail comes from CAAMB dated 6 August against our mail saying- 

"You talk about courage!!!!!!!!! Criticising Mullahs of Bangladesh and Hindutta in West Bengal sitting in Kolkata is the safest assignment on the earth. You have minimum guts challenge the Mullahs here, take example from great work being done by Giyasuddin." (picture given below)




In response to CAAMB's 6th August mail we got one more mail from well-known secular columnist Mr. Giasuddin. saying -


"Well done. Go ahead. No doubt, you are walking on the right track. We have to fight  Muslim communal forces, Hindu communal forces and other all communal forces . All are enemies to the mankind and civilization. But we should remember always that Muslim communal forces amongst the all communal forces are most dangerous. There are so many military organizations of the Muslim fundamentalist forces through out the world and they are working together to damage the peace and communal harmony to achieve their goal. Their goal is to bring the world under Islam and Shariat law. So, we have to give more emphasize against the Muslim communal forces than others. But that does not mean that we can ignore the danger of Hindu and other religious forces. I know very well that you are fully aware of it.
Thank you."  (picture given bellow)




We thought caamb will understand the message from Giasuddin so that they will stop hitting us. but we were wrong. They forwarded Giasuddin's mail by quoting "See Giasuddin's Response" (picture given bellow)





Situation like this no doubt makes people laugh. They thought Secular people like Giasuddin wrote "Well done, Go ahead" to them (to a pro-religious NGO like CAAMB). We wrote Giasuddin about this Fun-tastic incident. Mr. Giasuddin took it seriously and mailed us immediately clarifying his version on 7 August saying-


"Well done by publishing the book 'শাহবাগ শাহবাগ' . It is a valuable book no doubt to fight the religious communal forces. Go ahead. No doubt, you are walking on the right track. We have to fight  Muslim communal forces, Hindu communal forces and other all communal forces . All are enemies to the mankind and civilization. But we should remember always that Muslim communal forces amongst the all communal forces are most dangerous. There are so many military organizations of the Muslim fundamentalist forces through out the world and they are working together to damage the peace and communal harmony to achieve their goal. Their goal is to bring the world under Islam and Shariat law. So, we have to give more emphasize against the Muslim communal forces than others. But that does not mean that we can ignore the danger of Hindu and other religious forces. I know very well that you are fully aware of it.
Thank you."  . (picture given bellow)




Now friends we have a question to you- do you have any doubt what Mr. Giasuddin said about the book? We forwarded Giasuddin's mail to CAAMB so that they can understand and one more mail we wrote on 8 August addressing-


"Homework first, react next
Understandably truth is sometime difficult to digest, particularly when vegetarian stomach failed to digest non-veg foods. The arrogance for being a self-claimed Messiah for the Hindus of Bangladesh illustrate a number of prompt respond, ignoring the scholastic lesson- 'homework first and then go to school'. Initially when the debate started we thought it'll be a comparative and cognitive study for us and this organisation will have a minimum decency, transparency to react against any organisation. And as the polemic exhausted itself we also think, the pro-Islamist and pro-Hindutwa forces will bring to a halt against any type of hatred campaign against Shahabag Sanhati, Paschimbongo and Aamra Ek Sachetan Prayas. No, we fail to assume them, fail to gauge their swiftness to throw mud and malign.

They refer Giasuddin, misuse his quote (as a support for their organisational work) and also advice us to follow him to show a maximum guts to challenge fundamentalist. From the beginning we got privilege to work with him, in the field of activism, publishing and other relevant works. His first two books (Muslim Samaj banam Fotoa Santrasand Hizab: Nari Dasotwer Pratik) and newly publishable book 'Karbala: Myth o Mithya'  (Please follow our Face Book account) is inseparable from us. Their organisation, Dharmamukta Manabbadi Manch and its magazine,'Muktomon Muktokontho' is probably impossible to think without us. Our next programme, a seminar on 'Religion: The main obstacle for Humanity'(you all are welcome), dated 24th August'13 is going to organise by Dharmamukto Manabbadi Mancha, Aamra..., and others. We are swollen with pride to be their comrade and also proud to be close with Giasuddin, the great reformer in this time. So friends (we still call you friend not foe), it is time from your part to take pardon for firstly not reading the book, Shahabag Shahabag with its full context (even not reading Giasuddin sincerely) and next giving instruction to others with a false claim (of Giasuddin comments).

“Don’t be satisfied with stories, how things have gone with others. Unfold your own myth.”  Jalaluddin Rumi from Masnavi.

It is strictly for you, with respect." (picture given bellow)

 


We thought its clear like water to everyone like us. But we were wrong. CAAMB tried their tricks to frame Giasuddin as Anti-Islamist on their last mail to us. saying -


"Gias uddin wrote: "But we should remember always that Muslim communal forces amongst the all communal forces are most dangerous. ...... So, we have to give more emphasize against the Muslim communal forces than others." Learn to digest the truth of being friends of Islamic fundamentalists in the guise of secularism. So follow Giasuddin and learn from  http://caambkolkata.webnode.com
Otherwise get ready to live as jimmy in future." (picture given bellow)



May be soon we will response about this, but for now we are trying to realize how fast religious extremism is spreading by NGO like CAAMB and other pro religious organisations.


Thanks
Aamra Ek Sachetan Prayas